প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, January 4, 2016

জাতকের ভূমিকা





জাতকের ভূমিকা 

আদিতে ছিলনা শূন্য অন্তিমেও নয়
শূন্যের জঠরে জল, জল অগ্নিময়।।
জল ভেঙে উঠে আসে হাতে পায়ে ভর
তোমার সন্ততি নয় ,একা অগ্নীশ্বর ।।
দগ্ধপথে দিবারাত্রি দাহ্য যাতায়াত।
স্মৃতিঝর্নাঅন্তরালে অগ্নিধারাপাত।।
দিবাদাহ অবসানে রজনী নিঝুম।
হবিস্পর্শে জাগে গুপ্ত জলজ কুসুম।।
পত্র দেয় গতবার যে গিয়েছে শীতে।
প্রতিষ্ঠিত অগ্নি পুনঃ জঠরের ভিতে।।
ফলতঃ অন্তিমে তাকে অগ্নিরথে হয়।
ফিরে যেতে, অগ্নিপথে—তৃপ্ত,মোহময়।।
শেষ তাই শূন্য নয়— হাতে পায়ে ভর
যে এসেছে সে’ই যায় সে’ই অগ্নীশ্বর।।




ঘুম ঘর