প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, February 13, 2016

চতুরঙ্গ



 চতুরঙ্গ
১।
“A team of scientists announced  ... that they had heard and recorded the sound of two black holes colliding a billion light-years away….That faint rising tone, physicists say, is the first direct evidence of gravitational waves, the ripples in the fabric of space-time that Einstein predicted a century ago.
 It completes his vision of a universe in which space and time are interwoven and dynamic, able to stretch, shrink and jiggle…”
Gravitational Waves Detected, Confirming Einstein’s Theory,
Dennis Overbye
NY Times FEB. 11, 2016
.২।
এতদিন বসে পুরোনো বীজগণিতের পাতা শেষ করতে-না-করতেই
সমস্ত মিথ্যা প্রমাণিত হয়ে গেল;
কোন্‌ এক গভীর নতুন বীজগণিত যেন
পরিহাসের চোখ নিয়ে অপেক্ষা করছে; -
আবার মিথ্যা প্রমাণিত হবে বলে?”
আজকের এক মুহুর্ত’
 [মহাপৃথিবী]
-জীবনানন্দ দাশ

৩।
And if I cried, who’d listen to me in those angelic
Orders? Even if one of them suddenly held me
To his heart, I’d vanish in his overwhelming
Presence.
The First Elegy of Duino Elegies of Rilke
Tr.  A.Paulin, Jr

৪।
সময়ও সুস্থির হয়ে
একদিন অস্ত যাবে বৈতরণী নদীর ওপাড়ে।
অদ্য তাহা স্পষ্ট প্রমাণিত।
হয়তোবা এ প্রমাণও
বহু পূর্বে মিথ্যা হয়েগেছে।
গ্রহান্তরে।
অন্য কোনো প্রমাণের
সহনীয় নিগূঢ় আঘাতে।
তবুও হে জরদ্‌গব
তবুও হে জগদ্দল
চতুর ঈশ্বর
হুঁতোমের নক্সাখ্যাত
নব্যবঙ্গবাবুদের বশংবদ চাটুকারহেন
চেতনার ঘনকৃষ্ণ গুহাটিতে বসে
মজা লুটে যাবে এই  সার্কাসের
অনাদিষ্ট অগস্ত্যযাত্রার
কতো যুগ?
আর কতো কাল?

আমাদের এ অনাদিষ্ট অগস্ত্যযাত্রার
এইসব অরুন্তুদ আর্ত্তনাদ শুনে
কেউ কি  দাঁড়াবে থম্‌কে
কখনো এ মহাঅনাকাশে?
সাড়া দেবে?
যদিওবা সাড়াদেয় তবে-
সান্তনার ছলে যদি জড়ায় বাহুতে –
আমি ভেঙ্গে গুঁড়োহয়ে
আমূল বিনষ্ট হব
নাস্তির এ মহাবলী
কঠিন আঁধারে।

তবুও হে জগদ্দল
চতুর ঈশ্বর
হুঁতোমের নক্সাখ্যাত
নব্যবঙ্গবাবুদের বশংবদ চাটুকারহেন
চেতনার ঘনকৃষ্ণ গুহাটিতে বসে
মজা লুটে যাবে এই  সার্কাসের
অনাদিষ্ট অগস্ত্যযাত্রার
কেননা সকল রূপই সন্ত্রাসের প্রথম সোপান,
প্রতিজন দেবদূত ও দেবশিশু তাই
সন্ত্রাসের ভীষণ সংকেত –
মৃত নক্ষরের মতো
ফিরে আসে মৃত অন্ধকারে

অদ্য তাহা স্পষ্ট প্রমাণিত
সময়ও সুস্থির হয়ে
একদিন অস্ত যাবে বৈতরণী নদীর ওপাড়ে।

সময়ও সুস্থির হয়েঃসপ্তর্ষি বিশ্বাস



ঘুম ঘর