প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, February 14, 2016

উত্তরাধিকার



উত্তরাধিকার

যা পেয়েছি সকলইতো উত্তরাধিকার।
বিলাসিতা,দুঃখপ্রীতি, ব্যাধি ও বিকার
হেমন্তের হাহা মাঠ, স্মৃতিবিষ, পাপ
উপবীত ও মার্ক্সবাদ, সুরা ও প্রলাপ
-সকলই ফোকটে প্রাপ্ত। উত্তরাধিকারে
বনলতা সেন, বোধ, রূপসী আঁধারে
মনে মনে চক্রবাল ও নদীকে পেরিয়ে
খুঁড়ে দেখা ক্ষতগুলি – ভোঁতা ছুরি দিয়ে
অতঃপর গলগ্রহ সর্বসহা দিব্য জনতার

তবু লোভ ফিরে আসি – আবার – আবার -

ঘুম ঘর