প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, February 14, 2016

উত্তরাধিকার



উত্তরাধিকার

যা পেয়েছি সকলইতো উত্তরাধিকার।
বিলাসিতা,দুঃখপ্রীতি, ব্যাধি ও বিকার
হেমন্তের হাহা মাঠ, স্মৃতিবিষ, পাপ
উপবীত ও মার্ক্সবাদ, সুরা ও প্রলাপ
-সকলই ফোকটে প্রাপ্ত। উত্তরাধিকারে
বনলতা সেন, বোধ, রূপসী আঁধারে
মনে মনে চক্রবাল ও নদীকে পেরিয়ে
খুঁড়ে দেখা ক্ষতগুলি – ভোঁতা ছুরি দিয়ে
অতঃপর গলগ্রহ সর্বসহা দিব্য জনতার

তবু লোভ ফিরে আসি – আবার – আবার -

ঘুম ঘর