বিশ্বচক্র সিরিজ পেরিয়ে
বন্যার্ত শিবির থেকে ফিরে আসা গৃহস্থের মতো
একদিন ফিরে আসবে খালিপায়ে তোমারও শৈশব
ভিটে থেকে তিন হাত জল নেমে গেলে।
আঙিনা উঠান থেকে পলিমাটি দুহাতে সরিয়ে
সে এসে ফিরিয়ে দেবে
মেঝের বিলুপ্ত নক্সা,আলপনা, আলতা,পদছাপ।
শামুকের খোলে কাটা কচি হাতে ঠিক খুঁজে পাবে
রখচক্র,শমিবৃক্ষ,আধুলি
ও বিষাদগাণ্ডীব।
তারপর শেষরাতে সে তোমাকে নিয়ে
হারানো দ্রাঘিমা, অক্ষ খুঁজে নেবে বলে
গোয়েন্দা দীপকহেন টর্চ হাতে করে
পাড়ি দেবে চক্রবাল ও বিশ্বচক্র সিরিজ পেরিয়ে।