প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, February 14, 2016

বিশ্বচক্র সিরিজ পেরিয়ে




বিশ্বচক্র সিরিজ পেরিয়ে

বন্যার্ত শিবির থেকে ফিরে আসা গৃহস্থের মতো
একদিন ফিরে আসবে খালিপায়ে তোমারও শৈশব
ভিটে থেকে তিন হাত জল নেমে গেলে।

আঙিনা উঠান থেকে পলিমাটি দুহাতে সরিয়ে
সে এসে ফিরিয়ে দেবে
মেঝের বিলুপ্ত নক্সা,আলপনা, আলতা,পদছাপ।
শামুকের খোলে কাটা কচি হাতে ঠিক খুঁজে পাবে
রখচক্র,শমিবৃক্ষ,আধুলি ও বিষাদগাণ্ডীব।
তারপর শেষরাতে সে তোমাকে নিয়ে
হারানো দ্রাঘিমা, অক্ষ খুঁজে নেবে বলে
গোয়েন্দা দীপকহেন টর্চ হাতে করে
পাড়ি দেবে চক্রবাল ও বিশ্বচক্র সিরিজ পেরিয়ে।

ঘুম ঘর