প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, April 21, 2016

এখনো তাদের ঘরে…



এখনো তাদের ঘরে…

এখনো কাদের ঘরে চিঠি আসে?

এখনো তাদের ঘরে চিঠি আসে।
বিগত বর্ষার মতো পিওনেরা আসে
সাইকেলে চেপে কোন দিগন্তের থেকে -
এখনো তাদের ঘরে হাটখোলা পোস্টকার্ড আসে …

অর্থ হয়
এখনো তাদের কোনো দেশ আছে, দেশবাড়ি আছে।
শত্রু আছে, বন্ধু আছে, ধারদেনা আছে,
দোয়াত কলমও আছে ।
কাঠের সিন্দুকও কোনো আছে হয়তোবা …

অর্থ হয়
অন্য কিছু নয়
তারা আছে।

তারা বেঁচে আছে।

ঘুম ঘর