প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, May 16, 2016

হে ঘুমপাহাড়, হা ঘুমপাহাড়



হে ঘুমপাহাড়, হা ঘুমপাহাড়

ঘুমশহরে বিষ্টি পড়ে
   সারাটি দিন ধরে
ঘুমশহরে এলাম উড়ে
    অনেক জন্ম পরে।

এক জানালা ঘুমে নিঝুম
    পর্দা দোলে কালো
আর জান্‌লায় গীটার জাগে
     চুঁইয়ে আসে আলো।
ঘুম শহরে ঘুম থই থই
  রাতের রাস্তা দিয়ে
কতোই গেছি- আরেক জন্মে –
 জান্‌লাছবি নিয়ে –

পাহাড় ঘুমায় তা’ও জানালায়
    রাত্রি জাগে কারা?
হিম তাড়াতে আগুন পোহায়
   পাহাড়িদের পাড়া।
কিসের গল্প করছে তারা?
    হল্লা কাকে নিয়ে?
হাওয়ার সওয়ার হয়ে গেছি
    তাদের কিনার দিয়ে...

এই জনমে ঘুমশহরে
    দিনের বেলার পাড়ি –
মেঘলাপাহাড় বক্ষে যাহার
   ছন্দের ঘরবাড়ি ...

ঘুমশহরের পাহাড়ি বৌ
    বাচ্চা পিঠে নিয়ে
চল্লো কোথায় ঘুমদুপুরে
    মেঘের গলী দিয়ে?

হে ঘুমপাহাড়, হা ঘুমপাহাড়
    কোথায় ভুলে ফেলে
ভুলজীবনে দিলাম পাড়ি
    কেন ভুলের রেলে?

এই জনমে ঘুম যাযাবর
  পাহাড় মানেই স্মৃতি-
হে ঘুমপাহাড়, হা ঘুমপাহাড়
  ডাকতে আমায় যদি
শুদ্ধোধনের সেই ছেলেকে
  যেমন কবে পথ
ডাকতে গিয়ে নিজের ডাকে
  নিজেই হলো নদী ...

ঘুম ঘর