প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, May 18, 2016

পরজন্মে ,প্রলয়ের রাতে



পরজন্মে ,প্রলয়ের রাতে

না, আর অক্ষর নয়
পরজন্মে দিয়ো সুর
রাখালিয়া অথবা মল্লার
কন্ঠে কিংবা বীণায়,বাঁশিতে
ভিক্ষা দিয়ো ভাটিয়ালি
মালকোষ, যোগিয়া, কেদার ...

এই জন্ম ছাই হলে হোক্‌
সুরের অরণ্যে ঘুরে
অক্ষরের ঝরাপাতা কুড়াতে কুড়াতে ...

পটমঞ্জরীর মতো অমলিন অশ্রু দিয়ো
পরজন্মে – প্রলয়ের রাতে –

ঘুম ঘর