প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, May 29, 2016

শুধু এক বিষাদবিকালে



শুধু এক বিষাদবিকালে

“দু-এক মুহুর্ত শুধু রৌদ্রের সিন্ধুর কোলে তুমি আর আমি
  হে সিন্ধু-সারস”
সিন্ধুসারস, জীবনানন্দ দাশ

এ জীবনে শুধু একটি বিষাদবিকালে তুমি আর আমি মিলে-হে সিন্ধু-সারস-
কিছু দূর উড়ে যাবো – পাশাপাশি – এই নীলিমায় –
মধ্যপথে নিয়তির হিংস্র ইশারায়
বাধ্য হবো ফিরে আসতে
নিজ নিজ বদ্ধ বৃত্তে, নিজ নিজ নিজস্ব কুলায় …
অতঃপর ভিন্ন অক্ষে, ভিন্ন দ্রাঘিমায়
পালকের চিহ্ন এঁকে আরো কিছুকাল
একদিন লীন হবো
এ সুনীল সাগরফেনায়।
তার আগে
একটি বৈকালে শুধু
তুমি আর আমি মিলে-হে সিন্ধু-সারস-
দেখে নেবো চর্মচোখে, মর্মচোখে
যতোদূর দেখে নেওয়া যায়…

ঘুম ঘর