প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Sunday, May 29, 2016

শুধু এক বিষাদবিকালে



শুধু এক বিষাদবিকালে

“দু-এক মুহুর্ত শুধু রৌদ্রের সিন্ধুর কোলে তুমি আর আমি
  হে সিন্ধু-সারস”
সিন্ধুসারস, জীবনানন্দ দাশ

এ জীবনে শুধু একটি বিষাদবিকালে তুমি আর আমি মিলে-হে সিন্ধু-সারস-
কিছু দূর উড়ে যাবো – পাশাপাশি – এই নীলিমায় –
মধ্যপথে নিয়তির হিংস্র ইশারায়
বাধ্য হবো ফিরে আসতে
নিজ নিজ বদ্ধ বৃত্তে, নিজ নিজ নিজস্ব কুলায় …
অতঃপর ভিন্ন অক্ষে, ভিন্ন দ্রাঘিমায়
পালকের চিহ্ন এঁকে আরো কিছুকাল
একদিন লীন হবো
এ সুনীল সাগরফেনায়।
তার আগে
একটি বৈকালে শুধু
তুমি আর আমি মিলে-হে সিন্ধু-সারস-
দেখে নেবো চর্মচোখে, মর্মচোখে
যতোদূর দেখে নেওয়া যায়…

ঘুম ঘর