প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, April 1, 2017

কুশিয়ারা




কুশিয়ারা

একটি জলের রেখা ধরে
যাওয়া যায় নদীর শিয়রে?
গো নদী, কেমন আছো তুমি?
সেরকমই? যেমন শৈশবে?
কোন্‌ দিন খোঁপা হয়ে কার
গেছো কবে পেরিয়ে পাহাড়?
 #
কাগজ-নৌকা হাতে তাকে
আজো কেউ দিনরাত ডাকে?
 #
আবার দেবে কি দেখা, নদী,
যদি যাই হারানো সে বাঁকে?

ঘুম ঘর