প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, April 22, 2017

“আরোগ্য নিকেতন”



আরোগ্য নিকেতন

ব্যবহারে ক্ষয়ে আসে ধার
দুঃখ সুখ স্মৃতি অভিমান -
সংগোপন সকল বর্শার।

পাপবোধ – সে’ও ক্রমে রে
বহুল বিচারে, ব্যবহারে -
পাপীটির শয়নে, শিয়রে।

জ্ঞাতসারে প্রতিআক্রমণ
সুবিদিত নিয়তি তখন।

এই কথা লিখেরাখো মন
সময় – আরোগ্য নিকেতন

ঘুম ঘর