প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, April 5, 2017

শব্দার্থ




শব্দার্থ

“আমি” শব্দ শূন্যগর্ভ      তাই বাজে বেশী।
“তুমি” শব্দ সীমাহীন      রাত্রি এলোকেশী।।
“তোমরা” জারজ শব্দ     মিশে আছে ভীতি।
“আমরা” মানে মর্ষকাম   আর আত্মুরতি।।

ঘুম ঘর