প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, April 5, 2017

শব্দার্থ




শব্দার্থ

“আমি” শব্দ শূন্যগর্ভ      তাই বাজে বেশী।
“তুমি” শব্দ সীমাহীন      রাত্রি এলোকেশী।।
“তোমরা” জারজ শব্দ     মিশে আছে ভীতি।
“আমরা” মানে মর্ষকাম   আর আত্মুরতি।।

ঘুম ঘর