বিষ্টিতে
ঝাপসা হওয়া কাঁচে
ছিল,নেই।
নেই,আছে।
বিষ্টিতে
ঝাপসা হওয়া কাঁচে
ছবি ভাসে, মুছে যায়। দূর
আসে কাছে। দূরে
যায় উড়ে
কাছের পাখিটি। খাঁচা
দোলে। বিষ্টিবাদলে
‘নাই’ আর ‘আছে’
–
‘ছিল’ হয় বিষ্টিতে
ঝাপসা হওয়া কাঁচে।
৭/১-১১/১/২০২০