প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, January 11, 2020

বিষ্টিতে ঝাপসা হওয়া কাঁচে

বিষ্টিতে ঝাপসা হওয়া কাঁচে
ছিল,নেই।
নেই,আছে।
বিষ্টিতে
ঝাপসা হওয়া কাঁচে
ছবি ভাসে, মুছে যায়। দূর
আসে কাছে। দূরে
যায় উড়ে
কাছের পাখিটি। খাঁচা
দোলে। বিষ্টিবাদলে
নাই আর আছে
ছিল হয় বিষ্টিতে
ঝাপসা হওয়া কাঁচে।

৭/১-১১/১/২০২০


ঘুম ঘর