দেশ
এ এক আশ্চর্য শব্দ,মন্ত্রপূত গালিচার মতো
আশ্চর্য বেলুন। ফুসফুসে আকাশ থাকলে
বিস্তারিত হতে হতে
এই শব্দ ব্রহ্মাণ্ড, অসীম। যক্ষা
থাকলে
এই শব্দ চুপসে গিয়ে “দেশপ্রেম”,
“বিদেশী হটাও” থেকে “চীনদেশে আমাদের
সেনা …”
#
না, “এই মৃত্যু উপত্যকা আমার দেশ না”।
না, সীমান্তরক্ষী দিয়ে ঘেরা কোনো অক্ষ,
কোনো দ্রাঘিমাই কোনোদিন
কারো দেশ ছিলনা কখনো।
সপ্তর্ষি বিশ্বাস, ১৩/০১/২০২০