প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, January 15, 2020

দেশ


দেশ
এ এক আশ্চর্য শব্দ,মন্ত্রপূত গালিচার মতো
আশ্চর্য বেলুন। ফুসফুসে আকাশ থাকলে
বিস্তারিত হতে হতে
এই শব্দ ব্রহ্মাণ্ড, অসীম। যক্ষা থাকলে
এই শব্দ চুপসে গিয়ে দেশপ্রেম,
বিদেশী হটাও থেকে চীনদেশে আমাদের সেনা …”
#
না, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না
না, সীমান্তরক্ষী দিয়ে ঘেরা কোনো অক্ষ,
কোনো দ্রাঘিমাই কোনোদিন
কারো দেশ ছিলনা কখনো।

সপ্তর্ষি বিশ্বাস, ১৩/০১/২০২০

ঘুম ঘর