কোরোনা ঋতুর দিনলিপি : ফেরিওলা
তারপর পথটি একদিন উন্মুক্ত করে দেওয়া হল পুনরায়।
পথে নেমে দেখাগেলো
পথিপার্শ্বে বৃক্ষরাজি, বৃক্ষতলে ঝোপঝাড় ও
ঝোপঝাড়ে পাখি ও জোনাকি
- রয়েছে সকলই। শুধু নেই
মাত্র ছ'আনা দামে যার কাছে পাওয়া যেতো
নাকছাবি, ঝুটামুক্তা,চিরুনি কানের দুল থেকে
বিলুপ্ত জনতা স্টোভ, হারানো লন্ঠন -
সেই ফেরিওলা।
নেই তার কচিকাঁচাসহ দুঃখ আর মায়ার সংসার।
ধূলোপায়ে বাচ্চাদের দৌড়াদৌড়ি নেই দিনভর...
দেখেশুনে জনতা জানালো ' সময়মত যদি চলে যেতো
অন্য পথের ধারে তবে
বাঁচতেও পারতো হয়তোবা' কেউই বল্লোনা
যখন সমস্ত পথই লোভী অজগর
যখন সময় মানে না-সময়,অসময় শুধু
তখন পথের লোক পথের পেটেই যাবে
আজ কিংবা বড়জোর কাল।
#
পরদিন ভোরে দেখাগেলো
আরেকজন ফেরিওয়ালা এসে
পথের কিনারে ক্রমে
গুছিয়ে তুলছে তার
দুঃখ আর মায়ার সংসার।
সপ্তর্ষি বিশ্বাস
১৫।৪।২০২০
তারপর পথটি একদিন উন্মুক্ত করে দেওয়া হল পুনরায়।
পথে নেমে দেখাগেলো
পথিপার্শ্বে বৃক্ষরাজি, বৃক্ষতলে ঝোপঝাড় ও
ঝোপঝাড়ে পাখি ও জোনাকি
- রয়েছে সকলই। শুধু নেই
মাত্র ছ'আনা দামে যার কাছে পাওয়া যেতো
নাকছাবি, ঝুটামুক্তা,চিরুনি কানের দুল থেকে
বিলুপ্ত জনতা স্টোভ, হারানো লন্ঠন -
সেই ফেরিওলা।
নেই তার কচিকাঁচাসহ দুঃখ আর মায়ার সংসার।
ধূলোপায়ে বাচ্চাদের দৌড়াদৌড়ি নেই দিনভর...
দেখেশুনে জনতা জানালো ' সময়মত যদি চলে যেতো
অন্য পথের ধারে তবে
বাঁচতেও পারতো হয়তোবা' কেউই বল্লোনা
যখন সমস্ত পথই লোভী অজগর
যখন সময় মানে না-সময়,অসময় শুধু
তখন পথের লোক পথের পেটেই যাবে
আজ কিংবা বড়জোর কাল।
#
পরদিন ভোরে দেখাগেলো
আরেকজন ফেরিওয়ালা এসে
পথের কিনারে ক্রমে
গুছিয়ে তুলছে তার
দুঃখ আর মায়ার সংসার।
সপ্তর্ষি বিশ্বাস
১৫।৪।২০২০