প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, April 16, 2020

কোরোনা ঋতুর দিনলিপি : ফেরিওলা

  কোরোনা ঋতুর দিনলিপি : ফেরিওলা

তারপর পথটি একদিন উন্মুক্ত করে দেওয়া হল পুনরায়। 

পথে নেমে দেখাগেলো
পথিপার্শ্বে বৃক্ষরাজি, বৃক্ষতলে ঝোপঝাড়  ও
ঝোপঝাড়ে পাখি ও জোনাকি
- রয়েছে সকলই। শুধু নেই
মাত্র ছ'আনা দামে যার কাছে পাওয়া যেতো
নাকছাবি, ঝুটামুক্তা,চিরুনি কানের দুল থেকে
বিলুপ্ত জনতা স্টোভ, হারানো লন্ঠন -
সেই ফেরিওলা।
নেই তার কচিকাঁচাসহ দুঃখ আর মায়ার সংসার।
ধূলোপায়ে বাচ্চাদের দৌড়াদৌড়ি নেই দিনভর... 
দেখেশুনে জনতা জানালো ' সময়মত যদি চলে যেতো
অন্য পথের ধারে তবে 
বাঁচতেও পারতো হয়তোবা' কেউই বল্লোনা
যখন সমস্ত পথই লোভী অজগর
যখন সময় মানে না-সময়,অসময় শুধু
তখন পথের লোক পথের পেটেই যাবে
আজ কিংবা বড়জোর কাল।
#
পরদিন ভোরে দেখাগেলো
আরেকজন ফেরিওয়ালা এসে
পথের কিনারে ক্রমে
গুছিয়ে তুলছে তার 
দুঃখ আর মায়ার সংসার। 

সপ্তর্ষি বিশ্বাস
১৫।৪।২০২০

ঘুম ঘর