প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, April 17, 2020

রাজ্যপাট

রাজ্যপাট 

 কোথাও কেউ

 ছিল না। ঢেউ 

               তথাপি বারবার

খুঁজতে আসে

রাত বাতাসে 

              পায়ের চিহ্ন কার?

কোথাও নেই 

মাঝিটি সেই

             নিঝুম খেয়াঘাট।

রাখাল বেশী 

এক উদাসী 

             রাজার রাজ্যপাট

আগলে রাখি 

আগুনপাখি 

            হিমজোনাকি বেশে।

অথচ ঢেউ 

জানায় কেউ

            জলেরো দূরদেশে 

হারিয়ে গেছে 

তারার কাছে 

           নাম ঠিকানা রেখে।

 

১৭।০৪।২০২০

ঘুম ঘর