রাজ্যপাট
কোথাও কেউ
ছিল না। ঢেউ
তথাপি বারবার
খুঁজতে আসে
রাত বাতাসে
পায়ের
চিহ্ন কার?
কোথাও নেই
মাঝিটি সেই
নিঝুম খেয়াঘাট।
রাখাল বেশী
এক উদাসী
রাজার রাজ্যপাট
আগলে রাখি
আগুনপাখি
হিমজোনাকি বেশে।
অথচ ঢেউ
জানায় কেউ
জলেরো দূরদেশে
হারিয়ে গেছে
তারার কাছে
নাম ঠিকানা রেখে।
১৭।০৪।২০২০