প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Saturday, April 18, 2020

এ বছর শীতে

এ বছর শীতে

আমাকে হত্যা কর
আমাকে হত্যা কর

আমাকে হত্যা কর
হে আমার পুত্র কন্যা কলত্র ভ্রাতা ও ভগ্নী 
হাতেগোনা প্রিয় বান্ধবেরা
আমাকে হত্যা কর অচিরেই কোন রাত্রে ঘুমের গহনে।
আমাকে হত্যা করে লাশটি ডুবিয়ে দাও
মর্মের শ্যাওলা ঢাকা খিড়কি পুকুরে। 
#
এখনো ভব্যতা ও শালীনতা হীন 
স্বপ্নগুলি ঘাতকের কিংবা প্রিয় গণিকাভগিনী বেশে
পিছু নেয় পথে ও বিপথে। কখনোবা আমি নিজে
পিছু নিই ইস্তাহার ও সেসব স্বপ্নের 
গেরিলা যোদ্ধার মত খুব সাবধানে।  অতএব
অতিদ্রুত আমাকে হত্যা কর হে আমার কুশলপ্রার্থীরা।
যাপনের হৃৎপিণ্ডে আমি লক্ষ্যভ্রষ্ট  একটি বুলেট। 
আমার শোণিতে তাই বিষ আর ক্ষত
আমাকে লালন করে যেভাবে রাজার প্রিয় কোপিত কোটাল
প্রতিশোধ স্পৃহা নিয়ে লালন ও পালন করে
চুরিকরা বিষকন্যাটিকে... আমারো স্পর্শে আর
আলিঙ্গনে এবং প্রণামে আমার শোণিতগত বিষসেনানীরা
চক্রব্যূহ লিখে তোলে প্রতিটি অক্ষরে।
#
 হে আমার পুত্র কন্যা কলত্র ভ্রাতা ও ভগ্নী 
হাতেগোনা প্রিয় বান্ধবেরা
আমাকে হত্যা কর। হত্যা কর নিজহাতে
এ বছর শীতে। কেননা সন্ত আর সাপেদের মতো
আমারো "আনন্দঋতু" প্রকৃতার্থে শীতই।
#
আমাকে হত্যা করে
         এ লাশ ডুবিয়ে দাও
                 খিড়িকিপুকুরের পাঁকে
                               এ বছর হিমপড়া শীতে।
সপ্তর্ষি বিশ্বাস 
৮।১২।২০১৯ -- ১৭।০৪।২০২০

ঘুম ঘর