প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Friday, May 29, 2020

হে বাংলা কবিতা, 'আমি'

 হে বাংলা কবিতা,  ' আমি '
সপ্তর্ষি বিশ্বাস 
----------------------------------------
'হে বাংলা কবিতা আমি সর্বস্ব দিয়েছি তোমাকে ',
- বাক্যটি লিখেফেলে ভাবি তাহলে কিভাবে
এই গ্রহে, এ স্থানাঙ্কে আছি - অবতার নির্দেশিত
রসাতলে না গিয়ে এখনো?  কি আমি আগলে আছি
অদ্যাবধি তোমাকে না দিয়ে, ভাবি বসে, বাংলা কবিতা,
মাঝে মাঝে। ভাবি কৃত্তিবাস ওঝা, কাশীরাম দাস
কি নিয়ে থেকেছে কিংবা কি খেয়েছে,  কি দেখেছে
কোন মাঠে,  কোন ঝোড়ো রাতের আকাশে? অথবা প্রত্যুষে 
কি ভেবে খুলেছে চোখ? দিন গেছে কোন ভাবনাতে?
'আমি' শব্দ থেকে তারা কোন পথ ধরে পৌঁছে গেছে
গহন অহং সহ অক্ষরের অতীত 'আমি' তে? 
হে বাংলা কবিতা তুমি 'কবিযশ' নয়, শুধু ওই সূত্রগুলি,
উল্লিখিত, আমাকে মর্মে এসে কবে বলে দেবে? 


ঘুম ঘর