প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Thursday, June 25, 2020

গৃহমুখ

গৃহমুখ
---------
যদিও তোমার ভিটে, পিদিম ও পুকুর
 এ মাঠের প্রান্তেই, তবু
এ মাঠেও থেমোনা এবারে।
#
যদিও তোমার ভিটে 
মাঠ ধরে হেঁটে গেলে,ছায়া ছায়া, পথের বাঁদিকে,
যদিও এখন রক্তে গৃহমুখী তীব্র সান্ধ্যটান
ধূপঘ্রাণ আর ম্লান প্রদীপের তরে
তবু তুমি এ যাত্রায় এই মাঠে, এই গ্রামে
অতিথি হয়োনা। তুমি এই গ্রাম, মাঠ, শ্মশান পেরিয়ে
নিষ্প্রদীপ চলে যাও গ্রামশেষে অরণ্য-নিবিড়ে,
আঁকাবাঁকা হেঁটে যাও
নক্ষত্র-কম্পাস দেখে জলদস্যু সর্দারের মতো।
ঘুম পেলে ঘুম যেয়ো 
গাছতলে, ঝিঁঝিদের নামতায়, গানে।
ভোরে জেগে দেখা পাবে যে মাঠের, যে গ্রামের সেও
তোমার গ্রামেরই মতো। হয়তো এগিয়ে গেলে মাঠ পার হয়ে
তোমারো ভিটেটি পাবে
এখানেও, পথের বাঁদিকে।
তবু তুমি এ যাত্রায় আতিথ্য নিয়োনা কোনো
গৃহে বা সরাইএ। দিনভর পথ হেঁটে 
আবারো সন্ধ্যা নামলে তুমি
নিভৃতে প্রবেশ করো
পরবর্তী বনের নিবিড়ে। কেননা তোমাকে
এ জন্মেই খুঁজে পেতে হবে
সেই ভিটে
যা শুধু আগলে রাখে
প্রকৃত পথিকের তরে
মৃত্যু, ঈশ্বর আর
ঈশ্বরের যমজ
শয়তানে।
-----------
সপ্তর্ষি বিশ্বাস 
২৩/৬ - ২৫/৬/২০২০

ঘুম ঘর