প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, August 3, 2020

ঈশ্বরের বিস্তারিত পাপের তালিকা

ঈশ্বরের বিস্তারিত পাপের তালিকা

-----------------------------

একদিন ঈশ্বরের কাছে পেশ করা হবে তার বিস্তারিত পাপের তালিকা।



সপ্রমাণ বলা হবে কিভাবে 'মানুষ' নামে প্রানীটির কাছে পূজা ও প্রতিষ্ঠা চেয়ে

'অমৃতের পুত্র' বলে তাকে মুহুর্মুহু 'মৃত্যু' দিয়ে

বলীর মহিষ, পাঁঠা, মদ্য, ঘৃত নিয়ে ঈশ্বর স্বর্গলোকে ফেরার হয়েছে।

যে 'মৃত্যু' যতি - তাকে নিজের শোণিত-মূল্যে পলে পলে নির্মাণ করেছে একা

গুহার গহ্বরে ঈশ্বরের প্রতিপক্ষ 'কবি '

এবং 'অমৃত' এই শব্দটির অন্তর্গত সব পাপ নিয়ে একলা ঈশ্বর স্বর্গে

মৃত্যুহীন বন্দী হয়ে আছে।


একদিন তার কাছে পেশ করা হবে তার অন্য অন্য পাপেরো তালিকা।


ঘুম ঘর