প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, October 28, 2020

মৃত্যু, তোমার পায়ের কাছে

          মৃত্যু, তোমার পায়ের কাছে 

 


মৃত্যু, তোমার পায়ের কাছে

প্রণাম রাখি এবং শোকও।

তোমার ডাকে নিদ্রা ভাঙ্গে

এবং ভাঙ্গে সে সম্মোহ

যার লালাতে মর্মে নিবিড়

জাল বোনে এক ঊর্ণনাভ।

 

মৃত্যু, তোমার প্রেক্ষাপটে

আষাঢ় মাসের নদীর মতো

বিস্মৃতি, হায়, ধীবর একা

শিকার করে স্মৃতির ক্ষত।

 

মৃত্যু, তোমার পায়ের কাছে

প্রণাম রাখি এবং শোকও –

মৃত্যু, তুমি প্রাণ-দানবের

হরকরা, হায়, আজ্ঞাবহ।।

 

[বন্ধু জনজিতের পিতৃবিয়োগের সংবাদ পাওয়ামাত্র …]

 

ঘুম ঘর