প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, October 28, 2020

মৃত্যু, তোমার পায়ের কাছে

          মৃত্যু, তোমার পায়ের কাছে 

 


মৃত্যু, তোমার পায়ের কাছে

প্রণাম রাখি এবং শোকও।

তোমার ডাকে নিদ্রা ভাঙ্গে

এবং ভাঙ্গে সে সম্মোহ

যার লালাতে মর্মে নিবিড়

জাল বোনে এক ঊর্ণনাভ।

 

মৃত্যু, তোমার প্রেক্ষাপটে

আষাঢ় মাসের নদীর মতো

বিস্মৃতি, হায়, ধীবর একা

শিকার করে স্মৃতির ক্ষত।

 

মৃত্যু, তোমার পায়ের কাছে

প্রণাম রাখি এবং শোকও –

মৃত্যু, তুমি প্রাণ-দানবের

হরকরা, হায়, আজ্ঞাবহ।।

 

[বন্ধু জনজিতের পিতৃবিয়োগের সংবাদ পাওয়ামাত্র …]

 

ঘুম ঘর