প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, November 15, 2020

পথের প্রতি বাঁকেই নদী

 পথের প্রতি বাঁকেই নদী

 



কম্‌লা গুলি পাকছে যখন হারেঙ্গাজাও, জাটিঙ্গাতে

ঢের বসন্ত পুড়িয়ে তোমার তখন ফেরা ঘরের পথে।

পথের প্রতি বাঁকেই নদী, তবু প্রথম নদীর কাছে

ঋণের কথা মুহুর্মুহু এই গোধূলির মর্মে বাজে।

#

প্রতি বাঁকের মুখে এসেই পেছন ফিরে দেখা এবং

কম্‌লা ঘ্রাণে, কম্‌লা রঙ্গে পথ ঢেকেছে , ঢেকেছে বন।

দেখতে দেখতে বনের পথে ঝাঁপ দিয়ে ঘোর সন্ধ্যা নামে –

শালবুড়ো কি তেমনি আছে এখনো তার ঘরের বামে?

#

ঘরের দাওয়ায় প্রদীপ জ্বলে, দূর থেকেও ঠিক চেনা যায়...

দাওয়ার দিকে পা বাড়াতেই আবার নদী ডাকলো তোমায়?

নদীর টানেই ফিরবে আবার দাওয়া এবং প্রদীপ ফেলে?

হাওয়ায় হাওয়ায় শালবুড়ো, হায়, প্রশ্ন করে ‘কেনই এলে’?

#

পথের প্রতি বাঁকেই নদী, তবু প্রথম নদীর কাছে

কেউ কি জানে আমৃত্যুকাল কি ঋণ ছিল, কি ঋণ আছে …

 

১১/১১/২০২০ – ১৫/১১/২০২০

 

ঘুম ঘর