প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Sunday, November 29, 2020

দূরগামী আড্ডা-রাত গুলি

 দূরগামী আড্ডা-রাত গুলি

 


কি আর কহিব, সখা, মনেপড়ে দূরগামী আড্ডা-রাত গুলি।

খুলি গুহা, ম্যানড্রেক, নার্দা পামার হয়ে রাত

ঘুরে যায় ডিকেন্সের দিকে।

আরম্ভ-দৃশ্যে কেন “পিপ্‌” এর মাথাটি

উল্টো ঝুলিয়ে ছিল পলাতক দস্যু অথবা

এমিলি ব্রন্টির গদ্যে যৌনতার চাপা খড়ি রেখা

কিভাবে গ্রহন করলো সেকালের জনতা, ইংলিশ,

চালচিত্রে রাত বাড়ে। টুপটাপ ঝরছে শিশির

গুয়াহাটি-মালিগাঁও মেসে, কখনো পয়লাপুলে,

কখনো মোটর বাইকে কোনো নদীতীরে

“গ্লাস্‌ মেনেজারি” থেকে করিমগঞ্জ, সহসা সকালে

উপহার “জিমি পোর্টারের কথা পড়লেই মনে হয় যেন

তুই’ই তার খুব কাছাকাছি”, এখনো রেখেছি

গ্রন্থটি যত্ন করে, মর্মে আর বই-তাকে, আজো খুলে দেখি

নীলকালি লিখিত অক্ষরে জিরি, চিরি, কুশিয়ারা, বরাক এবং

আমাদের আড্ডা-রাত গুলি কি প্রবল শৌর্যে জেগে আছে।।

 

উৎসর্গঃ জোনাক, সিদ্ধার্থ

ঘুম ঘর