প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, December 7, 2020

লাল-শুভেচ্ছা-রাখী

 লাল-শুভেচ্ছা-রাখী


 

ফসল ফলেছে মাঠে মাঠে, আজ

  ফসল ফলুক মিছিলে –

হে দানবরাজ, হোক বোঝাপড়া

  কি দিলে এবং কি নিলে।

পথে যারা আজ নেমেছে তাদের

  পেছনে আরও নামবে

দানবরাজার খুনী চক্রটি

 মানুষের হাতে থামবে।

দূর থেকে ভাই, সেলাম জানাই

  নেমেছো যাঁরাই রাস্তায়

আমরাও প্রাণ পাই ফিরে আজ

  তোমাদের দেখে, আস্থায়।

কৃষানের সাথে মজুরেরা আর

  আমরাও জোট বাঁধি

দূরে আছি তবু দূর থেকে দিই

   লাল-শুভেচ্ছা-রাখী।

ঘুম ঘর