প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, February 17, 2021

এবার তাহলে ফিরি

এবার তাহলে ফিরি



এবার তাহলে ফিরি... 
সন্ধ্যা তার অন্ধকার ও তারাচোখ নিয়ে
মার্জারীর মতো চুপিচুপি
দিনশেষে ফিরেছে দাওয়ায়।
পাড়ি জমাবার আগে
তারো কথা, রূপকথা গুলি
হবে শুনে যেতে।

এবার তাহলে ফিরি।
তোমাদের বাগান, প্রাসাদ,নদী,ঘাট -
সবই তো দেখালে।
ঘুরে ঘুরে দেখার আড়ালে
দিনের সূর্য নিয়ে
মাঝি পাড়ি দিলো।
এবার আমারো ফেরা
প্রয়োজন 
নিজঘরে, বনের কিনারে।
সেখানে সন্ধ্যা তার
 কুপি জ্বেলে একা
অপেক্ষায় বসে আছে, আর
পাড়ি দিতে হলে আমাকেও
লন্ঠন জ্বালাতে হবে
তার কুপি থেকে... 
এবার তাহলে ফিরি।

থেকোনা অপেক্ষা করে।
আবার এ পথে এলে, কথা দিচ্ছি, ঠিক দেখা হবে।

১৬/০২/২০২১

ঘুম ঘর