'আগামীকাল' এর ফাঁদ
অনেক 'আগামীকাল' পেরিয়েছি তবু
পরের বাঁকের মুখে দেখেছি 'আগামীকাল'
ওঁৎ পেতে আছে যাপন-সহজ-পাঠ শেষে
অ-সহজ ও অর্থহীন অক্ষরের মতো।
আমাদের 'গতকাল' গুলি তীর্থগামী-অন্ধ-নির্বোধ,
খোঁড়া পায়ে শূন্যগর্ভ 'আগামী'র খাদে
ঝাঁপ দেয়, মড়ে।
বন্ধু তুমি , বিদূষক, ত্রস্তে নিভাও সব
মোম ও মশালগুলি এখুনি, কেননা
আমাদের কায়াহীন ছায়া কৃত যাত্রাপালা,
গর্ভস্রাব যাপন কাহিনীর অন্তে কিছু নেই,হায়,
সম্রাট ও ভিখারী-ভূমিকা পালাশেষে
আমূল বিস্মৃত।
পালার কাহিনীটিও যে রচেছে সে নিজে বিকৃত মেধা
এবং আমরাও জানিনা কি --'যাপন' গহনে হয়
শ্বাপদের হুংকারহেন হিংস্র হল্লা, ধ্বনি আর তজ্জনিত
ভীতিতে অঙ্কিত একটি আখ্যান যার
তাৎপর্য, বিশ্লেষণ, ব্যাখা নেই কোনো।।
১৩ই ডিসেম্বর ২০২১
===============
[ কবিতাটি মনে আসে, প্রায় রোজই। পুনর্লিখিত হত, রোজ না হলেও, প্রায়শই। এই বদলে যাওয়ার 'লগ' থাকলো এখানে ]
==== ||| ===== || ======== ||| ===== ==== ||| ===== || ======== ||| =====
অনেক 'আগামীকাল' এতাবৎ পেরিয়েছি তবু
দেখেছি বাঁকের মুখে 'আগামীকাল' এর ফাঁদ
পাতা আছে যাপন-সহজ-পাঠ শেষে অ-সহজ ও
অর্থহীন অক্ষরের মতো। আমাদের 'গতকাল' গুলি,
নির্বোধের মিছিল যেমন, এগিয়েছে খোঁড়া পায়ে
সে সকল শূন্যগর্ভ 'আগামী'র দিকে । অতএব
তুমি বন্ধু, তুমি বিদূষক, নির্বাপিত কর সব
মোম ও মশালগুলি, ত্রস্তে, এখুনি কেননা
মোমের মতনই আমাদের কায়াহীন ছায়া কৃত
যাত্রাপালা, শূন্যগর্ভ যাপন কাহিনী, শেষ হবে আর
তারপর কিছু নেই, সম্রাট ও ভিখারী-ভূমিকা
আমূল বিস্মৃত। প্রেক্ষাগৃহে বাসা গড়ে
সূচীভেদ্য অতল আঁধার। - এ কাহিনী যে বলেছে
সে নিজে বিকৃত মেধা এবং আমরাও
প্রত্যেকে জানিনি কি, জানিনা কি
যাপন গহনে হয় শ্বাপদের দন্তহেন
হিংস্র শব্দ আর তজ্জনিত ভীতি বিরচিত
একটি আখ্যান যার
তাৎপর্য, ব্যাখ্যা নেই কোনো।।
==== ||| ===== || ======== ||| ===== ==== ||| ===== || ======== ||| =====
Creeps in this petty pace from day to day … আমার মনে পড়লো এদের ছায়ায়
আমিও কখন, ২০০০ সাল নাগাদ একটি কবিতা-প্রয়াস নিয়েছিলাম। 'অনুবর্তন' পত্রিকায় হয়েছিল
মুদ্রিতও…
"অনেক 'আগামীকাল' পেরিয়ে দেখেছি
তবু থাকে আরো বহু 'কাল', আগামীকালের
মতো
অলীক, ধূসর পথ মৃত্যুর আঙ্গিনা অবধি।
বিদূষক, বন্ধু, তুমি
নিভাও ত্রস্ত হাতে শীর্ণ এ মোমবাতিমালা ...”
… এতোদূরই মনে আছে এখন। কিন্তু বাবা পুত্র কৃত রচনাটি পুরোই শুনতে চায়। তাই
ঠিক ২১ বছর পরে, আমার নস্টালজিয়া আর বাবার শোনার ইচ্ছা'কে সম্বল করে আবার খেলায় বসলাম
এই প্রিয়তম পংক্তিগুলি নিয়ে। … যা দাঁড়ালো তা'ই ২০২১ এর, আমার, 'Tomorrow, and tomorrow, and tomorrow,
' এর ছায়া কবিতা।
- সপ্তর্ষি বিশ্বাস, ৬ ফেব্রুয়ারী, ২০২১ বেঙ্গালোর]