প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, February 8, 2021

 ধূলি আর প্রতিমার কথা

 "This dust was once the man"... Whitman

 
এই মুঠো-ধূলি ছিল একদা প্রতিমা।

ছিল প্রাণ দানব দলন। তৃতীয় চোখের জ্যোতি,

যোনির মহিমা, অভিমান, দুচোখে কাজল -

সবই ছিল যা যা থাকে প্রানপ্রতিমার। তারপর

রোদে,জলে, হাওয়ায়, বাতাসে তার ক্ষয়, যথারীতি -

যথারীতি মুঠোধূলি আজ। তথাপি এই ধূলি থেকে

স্বপ্নে আজো দেহ নেয় তৃতীয় চোখের জ্যোতি, যোনির প্রতিভা আর

গর্জন তেলের ঘ্রাণ, পরচুলা, ডাকের সে সাজ...

 

সপ্তর্ষি বিশ্বাস

৮/০২/২১

---------------+++

“ This dust was once the man,

Gentle, plain, just and resolute, under whose cautious hand,

Against the foulest crime in history known in any land or age,

Was saved the Union of these States.”

Whitman এর এই কবিতাটি আগেও পড়েছি। দাস প্রথার অবসান, আমেরিকায়, ঘটানোর মহানায়ক লিংকন কে শ্রদ্ধা করি আমিও। তবে এই ঘটনাও, আদপে, উৎপাদন ও বন্টন সম্পর্কে কোনো মৌলিক পরিবর্তন ঘটায়নি। শুধু সামন্তবাদের থেকে বুর্জোয়া পুঁজিবাদের দিকে আমেরিকাকে এক ধাপ এগিয়ে দিয়েছে মাত্র।..  হুইটম্যান যেহেতু ওই যুগের সন্ততি সুতরাং তাঁর স্বাভাবিক লিংকন-ভক্তি কে আমি বুঝি আর শ্রদ্ধা করি। কিন্তু লিংকন যেহেতু আমার মর্মে কার্ল মার্ক্স বা লেনিনহেন দাগ কাটেন নি, তাই হয়তো কবিতাটিও আমাকে নাড়া দেয়নি। এখনো দেয়না। তবু তারই প্রথম পংক্তি আজ আমাকে দিয়ে লিখিয়ে নিল এই বাংলা কবিতাটি।

ঘুম ঘর