উৎখাত
আমার শোণিত থেকে একদিন নিজহাতে, ভাবি,
মুছে দেবো
পিতৃত্ব,পুত্রত্ব,পতী,কুটুম্ব ও অন্য
সব যাপন আর জন্মগত
ক্ষতচিহ্ন গুলি। সমস্ত এলবাম থেকে
সবগুলি হাসিরাশি
গ্রুপফোটো আমি ভেঙ্গে ফেলবো আছ্ড়ে
ফেলে মেঝে ও দেওয়ালে।
নিজস্ব মানচিত্রে রাখা সব আয়না, ঘষা
কাঁচ, পারদ-দর্পন
টুকরো টুকরো করে খাওয়াবো ঈশ্বর আর
ঈশ্বরীকে দিয়ে।
পিতা,পুত্র,পতী আর 'সচেতন নাগরিক', কবি
- ইত্যাদি অনর্থক
অব্যয়ের ভিড়ে, আমি, হায়, জন্ম থেকে নিজেকে দেখিনা।।
৪/৩/২০২১