প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Friday, March 5, 2021

মোম জ্বলে

 মোম জ্বলে

মোম জ্বলে, দূরের জানলায় ।

শিখা কাঁপে, তুষার-হাওয়ায়। 

মোমশিখাটিকে দেখে দেখে

যে কিশোর আজ হেঁটে যায়

সে কি জানে যখন সে হবে

'ডাক্তার জিভাগো', তারপরে

দেখা হয়ে যাবে তারই সাথে

যে আজ জানলা থেকে একা

মোমের আলোতে চেয়ে দেখে

অন্ধকারে অন্ধকার একা

পথ হাঁটে

বিষাদের বিশাল প্রান্তরে? ...

 [ দেবলদা, দেবল দেবের জলরঙ্গে আঁকা মোম-জ্বলা ছবিটিই এই রচনার প্রাণ ও প্রেরণা।]


ঘুম ঘর