প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, April 21, 2021

প্রেত-প্রেতিনীর প্রেমকথা

 প্রেত-প্রেতিনীর প্রেমকথা

শিল্পী Gustave Doré


দান্তে নামের একটি যুবা পণ করেছে

নরক কিম্বা স্বর্গে বিলীন এক কবরে

পঁচিশ বছর যে মেয়েটি ঘুমিয়ে আছে

পাতার বাঁশির সুরে তাকে জাগিয়ে দিয়ে

তাকে নিয়েই প্রেতপুরী সে দেখতে যাবে।

#

বিয়াত্রিচে নামের মেয়েই সেই প্রেতিনী,

স্বর্গদোরের মতন নীরোম, অমল-যোনি।

আখরভেলায় পার হয়ে সে বৈতরণী

দান্তে বুড়োর সঙ্গে দেবে সত্যি পাড়ি

'স্বর্গ' নামের নরকাধম কল্পলোকে?

#

বিয়াত্রিচের নাভির থেকে একটি নুড়ি

কুড়িয়ে আনি দান্তে নামের প্রেতকে দিতে।

প্রেত-প্রেতিনীর কল্পপ্রেমের নিবিড় ক্ষতে

স্বর্গ-নরক প্রকৃত হয় অনর্থকই।।


ঘুম ঘর