প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, May 8, 2021

বেঙ্গা

 বেঙ্গা

" ...poet without wings, clipped

Nightingale of the mud  ..."

Tristan Corbière: The Toad

 

কবি Tristan Corbière এর আত্মপ্রতিকৃতি

গুমোট রাতে বাড়ি ফেরার পথে

একটি গায়ক – এবং কবিও সে -

উঠলো ডেকে ঝোপের নাভি থেকে।

 

স্বরটি শুনে থমকে কেন গেলে?

চমকালে তার

আগুনঝরা শীতল দু'টি সুগোল চক্ষু দেখে?

অথচ সে তো বল্লো তোমায় ডেকে

“মহাশয়ের রজনী হোক শুভ" …

চিনলে তাকে? এক কদাকার

কাদার কোকিল সে যে –

পঙ্ক-পরী, নেহাৎ ডানাকাটা -

ঝোপের আড়ে, মাটির তলে

অন্ধকারে থাকে …

মৃতের স্বরের প্রতিধ্বনিহেন

গুমোট রাতে

আনন্দে গায়, ডাকে …

ঘুম ঘর