কাশবালক আর ঘাসবালিকা, ভাই আর বোন তারা …
যাদের উপলক্ষ্য করে রচনাচেষ্টা - এই কবিতাগুলি, এরা এখন যৌবনের, কৈশোরের দোরগোড়ায়।
তবু আজো পিতৃত্বের, মাতৃত্বের অনুভুতিকে যেন
ছুঁতে পারি এই রচনাচেষ্টাগুলিকে হাত রেখে।
প্রথমজাত হিসেবে অর্ক’কে ঘিরে রচনার সংখ্যাই বেশী হলেও এই প্রতিটি রচনা আদতে
অর্ক র পুগি দুজনেরই । রচনাগুলির প্রায় প্রতিটিরই আবডালে প্রিয় কবি উইলিয়াম ব্লেকের
উপস্থিতি অবলীল
কেননা ঈশ্বর নামের কোনো 'মিস্তিরি' তে একেবারেই না-বিশ্বাসী আমারো মর্মে, শিশুর
জন্ম, অদ্যাপি, এক দৈব সংঘটন।
অর্ক’র জন্মের সময় আমি কলকাতায়। প্রায় ‘ দিন আনি দিন খাই’। হয়তো সেই সুবাদেই
তার ভাগ্য হয়েছে আমার শহর করিমগঞ্জে ভূমিষ্ঠ হওয়ার।
জন্ম সংবাদ-প্রাপ্তি আর পুত্র সন্দর্শনের মধ্যে হপ্তা খানেকের ব্যবধান রয়েছে
– রয়েছে কয়লাঘাটার রেল রিজার্ভেশন কাউন্টার, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস … নাইটসুপার আর
সঙ্গী বলতে
অনুজপ্রতিম সব্যসাচী চক্রবর্তী (জয়) । … কবিতাচেষ্টা এবং দিনিলিপি-খাতার অক্ষরগুলি
যেখানে তারিখহীন সেখানে আমিও অসহায় জানাতে, জানতে যে তারা কখন হয়েছিল লিখিত …
রচনাগুলি, পরে পাঠ করে মনেহলো যারা “জন্ম দেবে জন্ম দেবে” বলে পৃথিবীতে আসেনা
তবু জন্ম দেওয়ার প্রক্রিয়ায় জড়িয়ে পরে নির্মাণের মায়ায়, তাদের কাছে এই লেখাগুলি রাখলে
রাখতেও পারে কোনো অর্থ আর যাদের উপলক্ষ্য করে এই রচনাগুলি – তারাও, কৈশোরের, যৌবনের
জ্বর নেমে এলে, হয়তো পেতে পারে কিছু সবুজতা এই পংক্তিগুলিকে ছুঁয়ে।
অনেক সময় একই রচনাকেও লিখেছি, সামান্য পাল্টে
– হয়তো একদিনের কিংবা এক দশকের ব্যবধানে …
অর্ক কিংবা মিশকিনের জন্ম কে উপলক্ষ্য করে লিখিত কিছু কিছু রচনা, পরে, কন্যা
মাহি কিংবা পুগির জন্মের সময়ে আবার পড়েছিলাম। তখন তাদের কিছু কিছু অদল বদল করেছি। ইতোমধ্যে
আমার নিজস্ব ‘সময়’ এর চালচিত্র অনেকটাই পাল্টে গিয়েছে। ‘দিন আনি দিন খাই’ থেকে মধ্যবিত্তদেরো
উপরের দিকে আপনাকে ‘প্রতিষ্ঠা’ করেছি ঠিক যেভাবে চালিয়াৎ পথের লাথি খাওয়া পাথরকে ‘প্রতিষ্ঠা’
করে দেবতা বলে আর সেই ‘দেবতা’র ‘দোয়া’ বেচে চালায় পেট, পিঠ, গাড়ি …
কন্যাটির জন্ম এই বেঙ্গালোর শহরেই।
মেয়ে পুগিকে ঘিরে আরো অনেক কবিতাচেষ্টা রয়েছে – প্রকাশিত, অপ্রকাশিত তবে সেগুলি
তার ‘মেষপালক’ পর্বের নয়। আরো একটু বড় হওয়ার পরের – দুষ্টামি পর্বের। তাই তাদের চরিত্র
ভিন্ন আর সে কারণেই সেগুলিকে এওখানে রাখিনি। তাদের নিয়ে অন্য ভেলা ভাসাবো অন্য দীয়া
জ্বালিয়ে …
পিডিএফ ডাউনলোড সূতো