প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, July 19, 2021

ইস্টিশানে গিয়ে ...

 ইস্টিশানে গিয়ে ...

 

ইস্টিশানে গিয়ে জানা গেলো

কয়েক মিনিট হলো

ট্রেন ছেড়ে গেছে। আমার বিলম্ব দেখে

তুমি একা চলেগেছো

বর্ষাতি, টর্চ,ম্যাপ -

এসব ছাড়াই।

 

তবে যাবো, অন্ততঃ আরেকবার যাবো,

জ্যোৎস্নায়, তোমার সে হৃত রাজ্যপাটে।

তাই, দেখো, রেল লাইন ধরে

হেঁটে আসছি আমি পায়ে পায়ে।

অতএব বিলম্ব কিছুটা

হবে সুনিশ্চিত। তাহলেও, দেখো,

আমিও অন্তিম দৃশ্যে পৌঁছে যাবো

বর্ষাতি, টর্চ,ম্যাপ -

এসব ছাড়াই।

 

ধুধু জ্যোৎস্নায় বসে

মুখোমুখি

আরেকবার গল্পকরা ছাড়া

আমাদের

গত্যন্তর নাই।

 

[ এটিও লিখিত ২৮ ডিসেম্বর ২০১৫ সালে। অপূর্ব কুমার পাল, যিনি আমার বান্ধব এবং শ্বশুরমশাই ও বটে, তাঁর মৃত্যুর পরদিন। সামান্য অদল বদল করে তুলে রাখলাম এখানে]

ঘুম ঘর