প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, August 2, 2021

"ফিরে এসো"

 "ফিরে এসো"

 "আম নিম ঝাউএর জগতে ফিরে এসো"

-ফিরে এসো, জীবনানন্দ দাশ, মহাপৃথিবী

 

ফিরে এসো হাসপাতাল থেকে। ফিরে এসো

গাড়িতে নাহলে এম্বুলেন্সেও। তবু

ফিরে এসো আরো দুয়েকদিনে।

 

একদিন এ গ্রহটি করেছ স্থাপন

গ্রহান্তর থেকে এসে একা। তুমি

ছাড়া সবই কি নীরব! আরেকবার

ফিরে এসে শুধু আমাদের হাতের কব্জিতে

শিরাগুলি করো অনুভব।

 

সপ্তর্ষি বিশ্বাস, ০১/০৮/২০২১

করিমগঞ্জ

ঘুম ঘর