প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, August 3, 2021

শাদা আর কালো

 শাদা আর কালো



ফুরোনো দিনের সব আলো,

এলবাম, শাদা আর কালো।

এখন যেখানে লোহা-সেতু

সেখানেই ছিল এক সাঁকো।

সেতুটি প্রহরীহেন জাগে -

সাঁকো ডাকে গহনে আমাকে।

#

সেতু বেয়ে যারা যায়, যাবে,

তারা কেউ চেনে কি সাঁকোকে?


সেতু নয়, সাঁকোটিকে আঁকি।

শাদাকালো এলবামে রাখি।।

____________________________
ফোটো (c) সিদ্ধার্থ ভট্টাচার্য 

ঘুম ঘর