প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Monday, October 25, 2021

দেখাহবে

দেখাহবে

 


দেখা হলে কথা হবে, বাবা।

দেখা, অবশ্যই, হবে।

#

মৃত্যু পার হয়ে কোনো গ্রহ নেই, গ্রহান্তর নেই --

এই সত্য জানি আমরা দুইজনে, তবু,

দেখা হবে। দেখা হবে গ্রহান্তরে নয়,

দেখা হবে আমাদের এ ধূলি শহরেই, হয়তো সকালবেলা,

ডেকে তুলবে পড়তে বসার জন্য। হয়তো দুপুরে

সাইকেলে চেপে তুমি ক্লাস সেড়ে বাড়ি ফিরে এলে।

অথবা অনেক রাত্রে "মহামতি লেনিন" এই যাত্রাপালা শেষে

হাতধরে বাড়ি ফিরবো

পশলা বৃষ্টির শেষে

থানারোড হয়ে ... 

ঘুম ঘর