প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, February 23, 2022

তোমার দিব্য বিভা

 তোমার দিব্য বিভা

তোমার দিব্য বিভা আমি আর পারিনা সহিতে।
শিরায় শোণিত নয়, স্বাতী নক্ষত্রের জল, দৈব সুষমা
আমার মরণকাঠি। আমি আর বহিতে পারিনা।
#
বালকের পারিজাত মোহ অকৃত্রিম, তবু কল্পনার। 
অতএব তার তরে অদ্য কোনো বাঞ্ছা নাই আর।
হতে পারো পমেটম-ধন্যা সুহাসিনী? রক্ত বিষ যার?
#
নিয়েছি চণ্ডাল বৃত্তি স্ব ইচ্ছায়, তবু, হত্যাকারী হতে কেন
আজো বাধে? জানিনা সঠিক। জানিনা পুণ্যে কেন
এতো ঘৃণা, পাপ শব্দে কেন এতো প্রীতি, হে আমার
#
যদিও দুই ই হয় দুটি পিঠ একটিই অচল মুদ্রার
তবু তুমি দিব্য বিভা, মাকড়ের জালে বোনা দৈব সুষমার
মোড়কে প্রত্যহ আরো আমার মরণকাঠি। আমি প্রতিকার
#
হেতু কোনো আংটি বা মাদুলি নেবোনা। ফিরত চাইবোনা কোনো
বিগত বৎসর। শূধু চন্ডাল থেকে খুনী সাজতে এতাবৎ অনীহা আমার।

ঘুম ঘর