নীল
"Just the longing for the distant
With a strange unknown despair…" Alexander ব্লক
পাখির নীড়ের মতো চোখ।
পাখিটির মতো দৃষ্টি
স্নাত হোক দুপুর-সূর্যের নীল রোদে।
যে নীল গিয়েছে দূরে,
দূরে দূরে, শাল আর শাল্মলী দল
তোমাকে পেরিয়ে গেছে উড়ে।
#
দুপুর-সূর্যের নীল
মুহুর্তে কোথায় যায় উড়ে?
জানো তুমি? কেউ জানে?
ভাবো যাবে ততো নীল দূরে?
কি আছে সে নীলের ওপারে?
ময়নাদ্বীপ? নাকি শুধু শকুনেরা ওড়ে?
#
ইচ্ছা আর আচ্ছাদিত বিষাদের ঘোরে
তোমার রাত্রিদিন
নীল রোদে পোড়ে।