প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, February 21, 2022

পুরনো আয়নার মতো

 

পুরনো আয়নার মতো
পুরনো আয়নার মতো
তোমার প্রথম ছায়া
আগলে বসে আছি।
প্রতিফলনের ভয়ে
যাইনা সূর্যালোকে,
নগ্ন জ্যোৎস্নাতেও।
তুমি আসবে এ খবর
মাঝে মাঝে বাতাস রটালে
ভীতি জাগে। তুমি আসবে,
ফিরে আসবে
ভিন্ন, নতুন ছায়া নিয়ে?
আমার আয়নার কাঁচ
টুকরো হয়ে যায় যদি
নুতন এ ছায়াটিকে
বুকে নিতে গিয়ে...

ঘুম ঘর