প্রস্তাব
আত্মঘাত প্রমাণিত হলে
ফিরে যাবে পারাবত গুলি
কোনো বার্তা, কোনো পত্র
না রেখেই নির্দিষ্ট কোটরে।
আত্মঘাত প্রমাণিত হলে
দুর্গের দখল নেবে
শকুনি,শেয়াল।
তথাপিও তোমাদের ঋদ্ধ হাত গুলি
হত্যাকাজে অসংহত, তাই
আমি এই আত্মঘাতটিকে
দুর্ঘটনা, অঘটনহেন
কোনোও প্রচ্ছদে চাই
আগাগোড়া যত্নে মুড়ে দিতে।
এইটুকু সমব্যথা, হার্দ্য সহায়তা
চাইতে পারি কি আমি
করজোড়ে
তোমাদের কাছে?
#
ভুলে শুদ্ধে তোমাদের দুর্গ দুয়ার
আমিই কি রাখিনি আগলে
প্রথম পংক্তি থেকে
এতাবৎ
প্রতিটি অধ্যায়ে?