প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Monday, February 21, 2022

খা

 খা





খা।

কেড়ে খা। ছিঁড়ে খা। তোরা

ঘাড় মটকে

রক্ত খা

এইসব রক্তপিপাসুর। সং দের

বানানো বিধানে

তোদের অধিকার শুধু

রক্ত জল করে

জোঁকদের মদ যোগানোরই।

সং দের বানানো বিধানে

জোঁকদের সমস্তই 

স্বীকৃত, আইনসম্মত 

সব দেশে, সব কালে

ধর্মের, বাণিজ্যের

কষ্টিপাথরে

আর

বিধিরও বিধানে।

অতএব কেড়ে খেতে হবে।

অতএব কেড়ে নিতে হবে।

এদের ধর্ষণ, খুন, জ্যান্ত পোড়ালেও

পাপটাপ হয়না আদতে।

ওরা খায়

ফেলে ও ছড়িয়ে তাই

তোদের ধর্ম ছাড়া

কিচ্ছু নেই, কিচ্ছু ছিলোনা 

খালি পাতে। পাত, পাতা,

সেও ত কবেই

পুড়িয়ে পুড়িয়ে ওরা

সংঘে সংঘে

হাতপা সেঁকেছে।

তাই বলি খা। কেড়ে খা, ছিঁড়ে খা তোরা

ওদের অস্থি, মজ্জা,  মাংস

নিজহাতে। 

আমাকেও ছিঁড়ে খাস তোরা

যদি মনেহয় আমি

তলে তলে ওদেরই দলের। যদি

মনেহয় আমি

বিন্দুমাত্র আস্থা রাখি

সং দের বিধানে বা

সং দের

সভা, পরিষদে।

তবু খা।

কেড়ে খা, ছিঁড়ে খা তোরা

ওদের রক্তমাংস, সংবিধান, গণতন্ত্র 

আর সব

শান্তিবানী, মিলিটারি দ্বারা প্রচারিত।

ঘুম ঘর