ভক্তিমার্গ
“ভক্তি” শব্দ “ভক্তিমার্গ” মনে আনে। “ভক্তিমার্গ”
মনে আনে একটি প্রবচন
যা সম্ভবত সিলেটি। “আংগ লেখতে
মার্গ ফাটে”। মানে, এক অক্ষর লিখতে
বললে পায়ুদ্বার ফেটে যায়। মানে,
এখানে “মার্গ” অর্থ…। দিদিমা-ঠাকুমার
মুখে “মার্গ” র এই প্রয়োগ শুনেছি। “ভক্তিমার্গ” র
‘মার্গ'ও আদতে ও'ই বলেই
আমার প্রত্যয়। প্রত্যয়, কেননা “ভক্তি”
এমন একটি চশমা, যা চোখে দিলে
মানুষ, “ঈশ্বর”, তত্ত্বকথা — সমস্তই মগজের
পতিবর্তে “মার্গ” দ্বারা চালিত ও
প্রবাহিত হতে থাকে। আমার পছন্দ লিস্টে
বিষ্ণু দে না থাকলের তাঁর
“বিতর্ক, বিচার হানো”
পংক্তিটি প্রত্যহ অসংখ্য বার
মনেপড়ে
অসংখ্য আবহে।
“ভক্তি” শব্দ “ভক্তিমার্গ” মনে আনে। “ভক্তিমার্গ”
মনে আনে একটি প্রবচন
যা সম্ভবত সিলেটি। “আংগ লেখতে
মার্গ ফাটে”। মানে, এক অক্ষর লিখতে
বললে পায়ুদ্বার ফেটে যায়। মানে,
এখানে “মার্গ” অর্থ…। দিদিমা-ঠাকুমার
মুখে “মার্গ” র এই প্রয়োগ শুনেছি। “ভক্তিমার্গ” র
‘মার্গ'ও আদতে ও'ই বলেই
আমার প্রত্যয়। প্রত্যয়, কেননা “ভক্তি”
এমন একটি চশমা, যা চোখে দিলে
মানুষ, “ঈশ্বর”, তত্ত্বকথা — সমস্তই মগজের
পতিবর্তে “মার্গ” দ্বারা চালিত ও
প্রবাহিত হতে থাকে। আমার পছন্দ লিস্টে
বিষ্ণু দে না থাকলের তাঁর
“বিতর্ক, বিচার হানো”
পংক্তিটি প্রত্যহ অসংখ্য বার
মনেপড়ে
অসংখ্য আবহে।