বার্তা
বার্তা এনেছো
কোনো
না'কি শুধু
ধূলোবালি,
যতি ও অক্ষর?
কিভাবে আঁকবে
নীড়, গড়ে নেবে
ঘর
অন্ততঃ
কিছু খড়কুটো
জড়ো না করলে
এনে
মাথা গুঁজবে
কোথায়
শ্রাবণে?
শুধুই অক্ষরে
পেট ভরে
ঘরে ফিরে
দিনভোর খাটুনির
পরে
শাকভাত
ডালভাত ছাড়া?
আমাদেরো
প্রাণ, আলো চাই। চাই
বল। বক্ষপট
সাহস-বিস্তৃত।
আমাদের পেট
ভরবেনা
অক্ষরে।
চলবেনা
শাকভাত
ডালভাত ছাড়া।
শীলিত শিল্পভাষা
ভেঙ্গে ফেলি তাই।
ভেঙ্গে ফেলি
কবিত্বের
অযথা পাহারা।