প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Tuesday, April 5, 2022

ডাল

 ডাল

“কাল ছিল ডাল খালি”। লাল ফুলে

 ভরে গেছে আজ। একটি হলুদ ঘুড়ি কবে

ঠিকানার সুতো কেটে ঝুলে পড়ে ছিল

এক ডালে। সে আজ দুলছে দেখি

ফালাফালা, ধর্ষিতার মতো। হকুচকুচে কালো দুটি কাক

ঘুরেফিরে একটু দূরের এক ডালে

বসে ফের ব্যস্ততায়

যাচ্ছে কোথায় । আরো একজন ঘুড়ি ,

সাদা রং,এইমাত্র নেমে এলো অন্য ডালে। জায়গা করে নিল

লাল ফুল ও পাতাদের পাশে । নাটিকাটি এতদূর দেখে

জানলা থেকে উঠে যাই। দিয়াশলাই খুঁজে নিয়ে

ফিরে এসে দেখি, নিচু এক ডালের আদরে

দোল খাচ্ছে অন্তর্বাস, বেগুনি, উজ্জ্বল। কে জানে বাতাস

কোথা থেকে এনেছে ফুসলে তাকে

কু- মন্ত্রণা,কি মন্ত্রণা দিয়ে। ভাবি, তবে

মলি ব্লুম কি থাকে কাছাকাছি?

যাই হোক, একটি গাছের ডালে, পাতায় আর ফুলে

এতো ছবি ,এত গল্প, উপন্যাস থাকে ?

লিওপোল্ড ব্লুম হয়ে আমি আমি বেনামী পত্র লিখবো

একদিন, ডালে ডালে বাস করা সব কাহিনীকে।

ঘুম ঘর