প্রবেশিকা

ভিড়েই রয়েছি মিশে, নিজবেশে, তাই চিনতে পারছেনা কেউ। এ'ই স্বাভাবিক। ম্যাজিক-মাহাত্ম্য ছাড়া, ম্যাজিক-মাহাত্ম্যের মূলে অন্ধকার টুপি আর ঝোলা কোট ছাড়া, কে হে আমি? কে’বা আমি? কিভাবে ভিড়কে বলি ইন্দুরে কেটেছে টুপি, লাল-নীল রুমালের ঝাঁক উড়ে গেছে পায়রা, কাক হয়ে...

Wednesday, April 6, 2022

হর্ম্য

 হর্ম্য

 


শিশুগুলি আসে।   শিশুগুলি হাসে।

ভাড়া সাইকেলে   শিশুগুলি ভাসে

গলীর বাতাসে     শিশুগুলি বাড়ে

সড়কের ধারে     নালার কিনারে।

তুমি বাস করো   হর্ম্যে

শিশুগুলি           অভিশাপ তবু

দেয় না

তোমাকে।

হাতছাড়া বেলনের মতো

তারা যায় উড়ে

একটি হর্ম্যছায়া, একটি শহর

পার হয়ে

আরেক শহরে।

#

সেই

আরেক শহরে   শিশুগুলি

বাড়ে              নাকি মরে

তুমি           

জানবে            কি করে?

বাস করো        হর্ম্য গর্ভে

শীতাতপ         নিয়ন্ত্রিত

ঘরে।।

ঘুম ঘর