প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, April 6, 2022

হর্ম্য

 হর্ম্য

 


শিশুগুলি আসে।   শিশুগুলি হাসে।

ভাড়া সাইকেলে   শিশুগুলি ভাসে

গলীর বাতাসে     শিশুগুলি বাড়ে

সড়কের ধারে     নালার কিনারে।

তুমি বাস করো   হর্ম্যে

শিশুগুলি           অভিশাপ তবু

দেয় না

তোমাকে।

হাতছাড়া বেলনের মতো

তারা যায় উড়ে

একটি হর্ম্যছায়া, একটি শহর

পার হয়ে

আরেক শহরে।

#

সেই

আরেক শহরে   শিশুগুলি

বাড়ে              নাকি মরে

তুমি           

জানবে            কি করে?

বাস করো        হর্ম্য গর্ভে

শীতাতপ         নিয়ন্ত্রিত

ঘরে।।

ঘুম ঘর