সম্রাজ্ঞী ও মৎস্য
অবতার
সম্রাজ্ঞী, সিংহাসন যদি ভেসে যায়, যদি
ডুবে যায়, যদি কানায় কানায় নয়টি নয়ন
ভরে যায় কোনো শোক, কোনো স্মৃতি
অথবা ঈর্ষায়। দুর্বিনীত সমুদ্রেরা যদি
আরো ব্যাপ্তি চেয়ে পরিখা প্লাবিত করে, দুর্গ তোরণ
ভেঙ্গে উঠে আসে যদি আঙ্গিনায়, তবে সম্রাজ্ঞী, জেনো, আমি,
অন্ত্যজ, পিঠে বেত খাওয়া, কানাকড়ি দামের রাখাল
মীনরূপ ধরে তোমাকে রক্ষা করবো। রক্ষা করবো ?
নাকি গিলে খাবো? সম্রাজ্ঞী একদা তোমাকে
ঘটনাচক্রে অন্যথায় অঘটনবশে নগ্ন দেখবার দাম
মিটিয়েছি সেই কবে, নির্লজ্জ দিবালোকে, প্রকাশ্য
বাজারে, তোমার খোজার হাতে সহস্র চাবুকে।
মীন হয়ে এলে দেখে নিও ধরণি-ধারণ-দাগ
ব্রণচিহ্ন, এখনো আমার পিঠে দগদগে ঘা অথবা
আঁশ হয়ে আছে।