প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Wednesday, June 22, 2022

"ইনভিসিবল ম্যান"

  "ইনভিসিবল ম্যান"


সেলাম, চেস্টারটন সাহেব, আবারো আপনাকে।

পিওনকে মানুষ হিসেবে ধর্তব্যে আনেনি তারা, তাই

চিঠিব্যাগে হয়ে চলে গেলো ধর্তব্যের ম্যাপ পার হয়ে।

যে মহিলা মেয়েদের এঁটো থালা পুরুষে উঠিয়ে রাখতে গেলে

সশংকিত কেড়ে নেয় পাপ হবে বলে, দেখুন চেস্টারটন সাহেব,সেই মহিলাই

রেস্তোরাঁয়, অবলীল অঙ্গুলি হেলনে

পুরুষ বেয়ারা ডাকে, তুলে নিতে বলে

এঁটো থালা, গ্লাস বাটি, হাতমোছা কাগজ ন্যাপকিন

কেননা বেয়ারা, হয়, অদৃশ্য, আপনার গল্পের মতো,

ধর্তব্যে আসেনা। অতএব তার আবার লিঙ্গ ভেদ! হা হা!!

 হে চেস্টারটন সাহেব, তারা কি ভাবেনা

এইসব "অদৃশ্যেরা", আপনার কাহিনির মতো

যদি কোনোদিন ... 

" আরে নাহ, গল্পের বই পড়ে পড়ে আপনার মাথাটাই গ্যাছে। চা না কফি? বলুন বিশ্বাসবাবু, এসব ছাড়ুন"।


ঘুম ঘর