রণপা
জুন
পেরিয়ে জুলাই।
ক্যালেন্ডারে। বর্ষা। তবুও কোথাও
কোকিলডাক। বন্যা। অগাস্ট
আসবে শরৎ নিয়ে
তবু। তবু
এই জুলাই মাসেই " পা টা শুধু তুলে রাখ,
বালিশে বা কোলবালিশে। পা
টিপে দিতে হবেনা " বলে তুমি
পায়ে হেঁটে নাকি
অবশ, অসার পা
আমাদের জন্য রেখে দিয়ে
রণপায়ে, হাওয়া বাতাসের,
চলে গেলে? চলে গেলে
জুলাই, অগাস্ট, শীত,
শরৎ পেরিয়ে। ভারি ও অবশ দুটি পা
অচেতনে নাকি চেতনায়
বয়ে নিয়ে যেতে যেতে ভাবি
যেতে যেতে
যেতে যেতে
কোনোখানে কোনোদিন আর
দেখা কি হবে না? ভাবি
আমার জন্য কবে ধার্য্য করা হবে
হাওয়া, বাতাসের
রণপা।