প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Thursday, June 30, 2022

দেবদূত এবং আমরা

 দেবদূত এবং আমরা

 

দেবদূত দেখেছিল যারা

তারা আর নেই।

যারা জানে দেবদূত মৃত

তারাও হারিয়ে গেছে

বহুদিন, খরায় বন্যায়, তবু

এই মানচিত্র আছে । আছে তার

নদী-নালা , সুপারি নারকোল গাছ,

 কাছারি,ইস্কুলবাড়ি,

শিক্ষা সুব্যবস্থা আর

কন্ডোম ও সংস্কৃতি সহ।

এবং আমরা আছি

কেলেঙ্কারি, কেচ্ছা সহ

দেবদূতের জন্ম-মৃত্যু গাথা

শুনে শুনে শিশুকাল থেকে

ঠোঁটস্থ, কন্ঠস্থ তবু

অর্ধেক বয়সে এসেও

পারিনি সুস্থির হতে

অবিশ্বাসে অথবা বিশ্বাসে।

বন্দরে , মেলায়, বাজারে

নগ্ন দিবালোকে কিংবা

মাঝরাতে শুনশান জাতীয় সড়কে

অচেনা, বিশ্বস্ত কোনো

চোখ দেখলেই দেবদূত ভেবে তাকে

পিছু নিই। তক্কে তক্কে থাকি -

বন্ধুস্তি  পাতানো যায় যদি।

রেল লাইনে মাথা দেওয়া কোনো

অশনাক্ত লাশ কিংবা নদী জলে ভেসে

বেওয়ারিশ কোন শব এলে

আমরা হুমরি খেয়ে পড়ি ।

অতঃপর আলোচনা করে

সকলে সিদ্ধান্তে আসি

সেই হয় মৃতদেহ দেবদূতের। তবু

আবারো ভিড়ের মধ্যে, নগ্ন দিবালোকে

অন্যথায় মধ্যরাতে

শুনশান জাতীয় সড়কে 

ঘুম ঘর