প্রবেশিকা

**************************
আমি অত্র। আমি তত্র।
অন্যত্র অথবা –
আমার আরম্ভে আমি
নিশীথিনী, প্রভাতসম্ভবা।
**************************


[ পাঠক /পাঠিকার নিজস্ব বানানবিধি প্রযোজ্য ]

Saturday, July 23, 2022

ব্যক্তিগত শিক্ষা বিষয়ে

 ব্যক্তিগত শিক্ষা বিষয়ে

 

সিগারেট টানতে প্রথম শেখার পরেই

বাবার কায়দায়

সিগারেট ধরে রাখা আঙ্গুলের ফাঁকে

যত্ন করে রপ্ত করেছি। বাবার কাছেই

মার্ক্সবাদে হাতেখড়ি তবে 

আমাদের মার্ক্সবাদী পথ

ক্রমশ ভিন্ন পথে গেছে। শেক্ষপীর, চসার, ইয়েটস

এঁদের সাথেও পরিচয়,  প্রথমত বাবার কাছেই। যে রকম দাবা খেলা, থিন এরারুট খাওয়া

বাটার লাগিয়ে। শালীনতা সীমা পারকরা

বেশ কিছু গালাগালি, কিভাবে শুশ্রূষা করা

বেড সোর... আরো কত কি'যে

শিখেছি বাবার কাছে

ভুলে গেছি কেননা সেসব 

অজান্তেই রক্তে মিশে গেছে।

#

মা'র কাছ থেকে এখনো তেমন কিছু শিখিনি, কেননা

নিঃশর্ত মমতা ও মায়া

টের পাওয়া যায় শুধু, শিক্ষা করা

অসম্ভব 

প্রকৃত প্রস্তাবে।

ঘুম ঘর