যুদ্ধ থামার পরে ...
"But Guatemala won't have any more people then.
Because here, you know , whoever isn't rich is poor."
-Eduardo Galeano, from "Days And Nights Of Love And War"
এ গ্রহের বাতাসে
না'কি ঘাসে
ঘাসে ঘাসে,ডালে ডালে, পাতায়, পাতাতে
কারা যেন কথা বলে।
কথা বলে
সন্ধ্যা নামলেই।
ফিস ফিস স্বর গুলি
মোমের শিখার মতো কাঁপে
ভীতি না দ্বিধায়
কেজানে।
"ঝড় উঠবে। উঠবেই। দেশী কাট্টা,হাতুড়ি, কুড়ুল,
কাস্তে, বন্দুক, বর্শা, তীর ধনুক, --
যার যা সম্বল তা'ই অস্ত্র ক'রে
পথে নামবে, নামবেই
আসমুদ্র হিমাচল"
"তারপরে? ...
আর তারপরে?
তারপরে বদলে যাবে? বদলে যাবে
সব?"
"আমূল বদলে যাবে। বদলে যাবে
আসমুদ্র হিমাচল। এই গ্রহ
আমূল। নিশ্চিত।"
"শেষ হবে নাকি
আমাদের দিনগুলি, দিনগুলি
বকেয়া বেতন, ক্ষোভ, বিনা মজুরীর?
আমাদের রাতগুলি, রাত্রিগুলি
অসুখের, ক্ষুধার, জ্বরের? শেষ হবে?
শেষ হবে না'কি"?
"নিশ্চিত, সুনিশ্চিত হবে"।
"আমাদের আর
হইতে হবেনা চুপ করে
পশুরো অধম ব্যবহার
দিনভোর
গতর খেটেও"?
-"হবেনা সইতে কেননা
যুদ্ধ শেষ হলে পরে কেউ
আর কারো মালিক
থাকবেনা। খাটবেনা
কারোর হুকুমই"।
"আর ওই কোলাব্যাঙ বড়লোক গুলি?
তাদের কি হবে"?
"থাকবেনা। এই গ্রহে,
আসমুদ্র হিমাচলে
থাকবেনা"।
"তাহলে পয়সা দিয়ে
কে কিনবে
গম, যব, ধান
আমাদের? বড়লোক ছাড়া
গরীবের ফসলের দাম
কে দেবে তখন। আমাদের
কপালের ঘাম ..."
"যুদ্ধ শেষ হলে পরে
গরীব থাকবেনা।এই গ্রহে,
আসমুদ্র হিমাচলে
গরীব আর
কেউ থাকবেনা।"
"বড়লোক, গরীব কেউ
আর থাকবেনা"?
"না। গরীব, গরীবি
থাকবেনা। বড়লোক,
বড়লোকি চাল
থাকবেনা।"
"তাহলে তো
যুদ্ধ শেষ হলে পরে
এই গ্রহ যাবে
খালি হয়ে। তুমি তো দেখেছো
এই গ্রহে যারা
কোলাব্যাঙ বড়লোক নয়
তার সবই
শুধুই গরীব নয়।
ভীষন গরীব"।